• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে হাসপাতালে নেওয়ার অনুমতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০৪:২৪ পিএম
নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদিকে হাসপাতালে নেওয়ার অনুমতি
নার্গিস মোহাম্মাদি। ছবি : সংগৃহীত

শান্তিতে নোবেলজয়ী ইরানের কারাবন্দী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে হাসপাতালে ভর্তি হওয়ার অনুমতি দিয়েছে দেশটির সরকার। রোববার (২৭ অক্টোবর) নার্গিস মোহাম্মদির কারামুক্তির পক্ষে প্রচার চালানো একটি দল এ কথা জানিয়েছে। তিনি শান্তিতে নোবেলজয়ী ১৯তম নারী।

দ্য ফ্রি নার্গিস কোয়ালিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নার্গিসের শরীরে একাধিক জটিলতা দেখা দিয়েছে। নিবিড় চিকিৎসা পেতে তাকে অবশ্যই কারাগার থেকে ছাড়তে হবে। কয়েক মাস ধরে চলা অবহেলা ও বঞ্চনার কারণে নার্গিসের শরীরে যে জটিলতা দেখা দিয়েছে, তাতে তাকে শুধু হাসপাতালে ভর্তি করালেই চলবে না।

ইরানের এভিন কারাগারে বন্দী আছেন নার্গিস। এই কারাগারে রাজনৈতিক বন্দী এবং পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে আটক ব্যক্তিদের রাখা হয়।

গত সেপ্টেম্বরে দেওয়া নার্গিসের চিকিৎসা প্রতিবেদন অনুযায়ী ৫২ বছর বয়সী নার্গিস গুরুতর হৃদ্‌রোগে ভুগছেন।

ইরান সরকার নার্গিস মোহাম্মদিকে বেশ কয়েকবার গ্রেপ্তার করেছে এবং তিনি বহু বছর কারাবন্দী থেকেছেন। এরপরও মানবাধিকারের পক্ষে নিজের লড়াই চালিয়ে গেছেন তিনি।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!