• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০, ৪ রজব ১৪৪৬

রাস্তায় ভিড় করে নববর্ষ উদযাপন, গাড়িচাপায় নিহত ১০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৫, ০৬:২৮ পিএম
রাস্তায় ভিড় করে নববর্ষ উদযাপন, গাড়িচাপায় নিহত ১০

যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলীয় লুইসিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের জনপ্রিয় এক পর্যটন জেলায় ভিড়ের মধ্যে গাড়িচাপায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি। 

বুধবার (১ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও সিবিএস নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেই বোরবন স্ট্রিট অসংখ্য বার ও ক্লাবের জন্য পরিচিত। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ২০২৫-এর আগমন উপলক্ষে নববর্ষের উদযাপনকারীতে পরিপূর্ণ ছিল। বুধবার নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন স্ট্রিটে এই দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা সিবিএস নিউজের একজন সাংবাদিককে বলেছেন, একটি গাড়ি দ্রুত গতিতে বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মধ্য দিয়ে চলে যায়। এর মধ্যে চালক বের হয়ে একটি অস্ত্র উঁচিয়ে গুলি ছুড়তে শুরু করেন। সঙ্গে সঙ্গে পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাল্টা গুলি চালায়।

প্রত্যক্ষদর্শী আরও জানিয়েছেন, একাধিক মানুষ আহত হয়ে মাটিতে পড়েছিলেন। নিউ অরলিন্স পুলিশের একজন মুখপাত্র সিবিএস নিউজকে বলেন, প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে, একটি গাড়ি হয়ত একদল লোকের মধ্যে উঠিয়ে দেওয়া হয়েছে। এতে কয়েকজন প্রাণহানি হয়েছে।

নিউ অরলিন্সের জরুরি প্রস্তুতি কর্মসূচি নোলা রেডি বলেছে, “শহরের অষ্টম জেলার খাল ও বোরবন স্ট্রিটের সংযোগস্থলে বিশাল ভিড়ের মাঝে গাড়ি চালিয়ে গণহত্যার ঘটনায় কাজ করছে তারা। ঘটনাস্থলে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।”

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!