• ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০, ১১ রমজান ১৪৪৬

হজ পালনে নতুন নির্দেশনা সৌদি আরবের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১২:৪৪ পিএম
হজ পালনে নতুন নির্দেশনা সৌদি আরবের
পবিত্র হজ পালনে ব্যস্ত মুসুল্লিরা। ছবি: সংগৃহীত

 হজ ও ওমরাহ পালনে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় সৈাদিতে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য পবিত্র হজ পালনের ক্ষেত্রে বেশকিছু শর্ত ও নির্দেশনা জারি করেছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সৌদি সরকারের নির্দেশনায় বলা হয়েছে, যারা একবারও হজ পালন করেননি, কেবল তাদের রেজিস্ট্রেশন প্রাধান্য পাবে এবার। তবে, হজযাত্রীদের গাইডের জন্য এই শর্ত শিথিল থাকবে।

পবিত্র হজ পালনের জন্য রেজিস্ট্রেশন করতে হলে সৌদি ন্যাশনাল কার্ড অথবা প্রবাসীদের রেসিডেন্সি কার্ডের মেয়াদ জিলহজ মাসের ১০ তারিখ পর্যন্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

কেউ ভুল তথ্য দিলে তার রেজিস্ট্রেশন পুরোপুরি বাতিল করা হবে বলে জানানো হয়েছে।

হজের প্রোগ্রাম শুরু হওয়ার পর কেউ যদি হজ না করতে চান, তবে তাদের পরিশোধিত অর্থ ফেরত দেওয়া হবে না বলে নিয়মে বলা হয়েছে।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, হজযাত্রীকে অবশ্যই সুস্থ থাকতে হবে। কোনো সংক্রামক বা দীর্ঘস্থায়ী রোগ থাকলে তাদের হজে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। সেইসঙ্গে হজযাত্রীদের অবশ্যই মেনিনজাইটিস এবং মৌসুমী ইনফ্লুয়েঞ্জা টিকার ডোজ সম্পন্ন করতে হবে।

যোগ্য আবেদনকারীকে অগ্রিম বুকিং করতে হবে এবং সমস্ত নির্দেশনা মেনে চলতে হবে। তথ্যে কোনও ত্রুটি থাকলে আবেদন বাতিল হতে পারে।

হজ ইসলামের পাঁচটি ফরজ কর্তব্যের মধ্যে একটি। শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জীবনে অন্তত একবার হজ পালন করা উচিত।

গত বছর প্রায় ১৮ লাখ মানুষ হজ পালন করেছিলেন, যার মধ্যে ১৬ লাখ মানুষ বিভিন্ন দেশের ছিলেন।

Link copied!