• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শপথ নিলেন কুয়েতের নতুন আমির শেখ মিশাল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৩, ১০:০৭ এএম
শপথ নিলেন কুয়েতের নতুন আমির শেখ মিশাল
শপথ নিলেন কুয়েতের নতুন আমির শেখ মিশাল। ছবি : আল জাজিরা

কুয়েতের নতুন আমির হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন শেখ মিশাল আল-আহমাদ আল-সাবাহ। তার সৎ ভাই আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ মৃত্যুবরণ করলে তিনি এ দায়িত্ব নেন।

বুধবার (২০ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টে তিনি শপথ নেন।

খবর আল জাজিরা।

এর আগে, শনিবার কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-সাবাহ মৃত্যুবরণ করেন।

অভিষেক ভাষণে শেখ মিশাল সংবিধানের নীতির আলোকে দেশ ও জনগণের সুরক্ষা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার ব্যক্ত করেছেন।

মাত্র তিন বছরের মধ্যে কুয়েতের তৃতীয় আমির হলেন ৮৩ বছর বয়সী শেখ মিশাল। ২০২১ সাল থেকে দেশটির ডি ফ্যাক্টো হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। ওই সময় অসুস্থতার কারণে শেখ নাওয়াফ তার হাতে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো ন্যস্ত করেছিলেন।

২০০৪ থেকে ২০২০ সাল পর্যন্ত ন্যাশনাল গার্ডের উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন শেখ মিশাল। ১১ বছর তিনি দেশটির রাষ্ট্রীয় নিরাপত্তা প্রধান হিসেবে কাজ করেন।

বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরান, সৌদি আরব ও ইরাকের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রয়েছে দেশটির।

শেখ মেশাল কুয়েতের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আরব উপসাগরীয় ঐক্য, পশ্চিমা জোট ও সৌদি আরবের সঙ্গে সম্পর্ক বজায় রাখবেন বলে ধারণা করা হয়েছে।

Link copied!