• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আবারও যুদ্ধবিরতির ডাক প্রত্যাখ্যান নেতানিয়াহুর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৩, ১১:২০ এএম
আবারও যুদ্ধবিরতির ডাক প্রত্যাখ্যান নেতানিয়াহুর
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের সশস্ত্র বাহিনী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাতে যুদ্ধবিরতির ডাক আবারও প্রত্যাখ্যান করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। শুক্রবার (৩ নভেম্বর) এক ভাষণে তিনি বলেছেন, “হামাসের কাছে জিম্মি ব্যক্তিদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধবিরতির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না ইসরায়েল।”

রয়টার্সের তথ্যানুসারে, গত ৭ অক্টোবর ইসরায়েলে করা হামাসের অতর্কিত আক্রমণের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ইসরায়েলে এটি তৃতীয় সফর। শনিবার (৪ নভেম্বর) তিনি জর্ডানের নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

ইসরায়েলে করা হামাসের অতর্কিত আক্রমণে অন্তত এক হাজার ৪০০ জন নিহত হয়েছেন। এর জেরে গাজায় ইসরায়েলি সেনাদের বিমান হামলায় অন্তত ৯ হাজার ২২৭ জন ফিলিস্তিনি ও বিদেশি নাগরিক নিহত হয়।

এদিকে অবরুদ্ধ ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি অভিযান ও সংঘাতে ১৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

এর আগে ৩০ অক্টোবর নেতানিয়াহু যুদ্ধবিরতির ডাক প্রত্যাখ্যান করেছিলেন। তিনি তেল আবিবে বিদেশি গণমাধ্যমকে জানান এ যুদ্ধ ইসরায়েলের ভবিষ্যতের জন্য।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!