নেপালের আচ্ছাম জেলায় ভূমিধসে এখন পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন। পাঁচটি ঘর মাটিচাপা পড়ার ঘটনায় এর আগে ১৪ জনের মৃত্যু সংবাদ পাওয়া গিয়েছিল।
এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রবল বৃষ্টিপাতের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এমন ঘটনা নেপালে প্রায়ই ঘটে।
২০২২ সালে এখন পর্যন্ত আকস্মিক বন্যা এবং ভূমিধসে নেপালে মারা গেছেন ৭০ জন এবং নিখোঁজ আছেন আরও ১৩ জন।
রাজধানী কাঠমান্ডু থেকে আচ্ছাম জেলাটি প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত। পুলিশ জানায়, উদ্ধারকর্মীরা কাদামাটি সরিয়ে মৃত ও আহতদের তুলে এনেছেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।