ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ব্যাপকভাবে স্থল অভিযান চালাচ্ছে তারা। যুদ্ধবিরতি চুক্তি ভাঙার পর টানা হামলায় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার- এই তিন দিনে প্রায় ৬০০ মানুষ নিহত হয়েছেন।
শুক্রবার এক আল জাজিরার লাইভে এসব তথ্য জানানো হয়। সংবাদমাধ্যমটি বলছে, ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ গাজার রাফায় স্থল অভিযান চলছে এবং সেনারা বেইত লাহিয়া শহর এবং কেন্দ্রীয় অঞ্চলের কাছে উত্তর দিকে অগ্রসর হচ্ছে।
গাজার চিকিৎসা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার গাজায় ইসরায়েল যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে ৫৯০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ইসরায়েলি বিমান হামলা এবং স্থল আক্রমণ তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
গাজার বাসিন্দাদের স্থল সীমান্তের তিন পাশের বিশাল এলাকা ছেড়ে যাওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছে। এতেই শিগগিরই আরও বড় স্থল অভিযান শুরু হওয়ার ইঙ্গিত মিলেছে।
বিবিসি বলছে, এই নির্দেশ ফিলিস্তিনি পরিবারগুলোর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। বিশেষ করে যারা যুদ্ধের কারণে বারবার বাস্তুচ্যুত হয়েছে এবং যুদ্ধবিরতির সময় বাড়ি ফিরে এসেছেন তাদের মধ্যে বেশি আতঙ্ক এখন।
ইসরায়েল জানিয়েছে, হামাস এখনো ৫৯ জন জিম্মিকে ধরে রেখেছে, যাদের মধ্যে ২৪ জন জীবিত বলে ধারণা করা হচ্ছে।
বুধবার এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ফিলিস্তিনি ভূখণ্ডে ‘শেষ সতর্কতা’ জারি করে সেখানে আটক অবশিষ্ট জিম্মিদের ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, যদি কোনো দাবিই পূরণ না হয়, তাহলে বিকল্প হবে ‘সম্পূর্ণ ধ্বংস এবং ধ্বংসযজ্ঞ’।