• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

আরেকটি দুর্নীতির মামলায় খালাস পেলেন নওয়াজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৩, ০৩:০৭ পিএম
আরেকটি দুর্নীতির মামলায় খালাস পেলেন নওয়াজ
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ছবি: সংগৃহীত

আল-আজিজিয়া দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সাজা বাতিল ঘোষণা করেছে ইসলামাবাদ হাইকোর্ট। মঙ্গলবার (১২ ডিসেম্বর) এ মামলায় পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সর্বোচ্চ নেতা নওয়াজকে খালাস দেন এ আদালত।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) পাকিস্তানি গণমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

দেশটির জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি) মামলাটি পুনর্বিচারের জন্য আবেদন জানালে, ইসলামাবাদ হাইকোর্ট এই আবেদন নাকচ করেন।

আল-আজিজিয়া দুর্নীতি মামলায় খালাস পাওয়ায় নওয়াজ পাকিস্তানের আগামী সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ও সরকারি পদে নিযুক্ত হওয়ার যোগ্য হতে পারেন বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ রায়ের পর্যবেক্ষণ করেন। তারা বলেন, এ মামলায় বিচারিক আদালত ফটোকপির ওপর ভিত্তি করে নওয়াজকে দোষী সাব্যস্ত করেছেন। হাইকোর্টের এই রায়ে পিএমএল-এনের নেতাকর্মী ও সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করে মিষ্টিও বিতরণ করেন।

আল-আজিজিয়া দুর্নীতি মামলায় ২০১৮ সালে বিচারিক আদালত রায় ঘোষণা করেন। সেসময় নওয়াজকে দোষী সাব্যস্ত করে সাত বছরের কারাদণ্ড প্রদান করা হয়। এ রায়ের বিরুদ্ধে আপিল করে ইসলামাবাদ হাইকোর্ট থেকে খালাস পান নওয়াজ।

ইসলামাবাদ হাইকোর্টের একই বেঞ্চ গত ২৯ নভেম্বর অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় নওয়াজকে খালাস দেন। এই মামলায় ২০১৮ সালে নওয়াজকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত।

রায় ঘোষণার পর পিএমএল-এনের নেতা মরিয়ম আওরঙ্গজেব বলেন, “সব মামলায় নওয়াজ খালাস পেয়েছেন। মামলাগুলো যে মিথ্যা ছিল, তা জনগণের সামনে প্রকাশ পেয়েছে।” জনগণের ভোটে নওয়াজ শরীফ চতুর্থবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

কারাগারে থাকা অবস্থায় ২০১৯ সালে আদালতের অনুমতি নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান নওয়াজ। এরপর চার বছর তিনি যুক্তরাজ্যেই ছিলেন। গত অক্টোবর মাসে তিনি পাকিস্তানে ফেরেন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!