ইরানের প্রয়াত শীর্ষ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানির চতুর্থ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে জোড়া বিস্ফোরণের দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) আইএস সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে একটি পোস্টে ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।
এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে আইএস এ হামলার দায় স্বীকার করে। গোষ্ঠীটি পরবর্তী সময়ে তাদের নিউজ আউটলেট আমাকে দুইজন মুখোশধারীর ছবি প্রকাশ করে। তাদের দাবি, তারাই এ হামলা চালিয়েছে।
আইএস তাদের প্রতিবেদনে বলেছে, প্রথম আত্মঘাতী বোমারু তার বিস্ফোরক বেল্ট ভিড়ের মধ্যে বিস্ফোরণ ঘটায় এবং দ্বিতীয়জন ২০ মিনিট পর বিস্ফোরণ ঘটিয়েছে। আইএস ওই দুইজন হামলাকারীর নাম ওমর আল-মুওয়াহিদ এবং সায়ফুল্লাহ আল-মুজাহিদ হিসেবে উল্লেখ করেছে।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই সন্ত্রাসী হামলার সমুচিত জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন। দেশটিতে গত ৪২ বছরের মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা।