• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাশিয়া যাচ্ছেন মিয়ানমারের জান্তা প্রধান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২, ০৩:১০ পিএম
রাশিয়া যাচ্ছেন মিয়ানমারের জান্তা প্রধান

মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হলাইং আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন। আল-জাজিরা জানায়, ইস্টার্ন ইকোনোমিক ফোরামে যোগ দিতে রাশিয়া যাচ্ছেন তিনি।

জানা গেছে, রাশিয়ার সাথে মিয়ানমারের সহযোগিতাপূর্ণ সম্পর্ক উন্নয়নের ব্যাপারে কথা বলবেন মিয়ানমারের এই সিনিয়র জেনারেল। পাশাপাশি অর্থনৈতিক ইস্যুগুলোও প্রাধান্য পাবে।

ফোরামটি অনুষ্ঠিত হবে রাশিয়ার সর্ব পশ্চিমের শহর ব্লাদিভস্টকে। ফোরামে উপস্থিত থাকবেন চীন, ভারত, জাপান ও কাজাখাস্তানসহ অন্যান্য আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা।

আল-জাজিরা বলছে রাশিয়া ও মিয়ানমার উভয়ই এখন রাজনৈতিক ও অর্থনৈতিকসহ নানা সংকটের মধ্যে আছে। আবার তাদের সংকটের কারণও এক। সামরিক কারণে দেশ দুটো বিভিন্ন নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করতে রাশিয়ার কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন মিন অং হলাইং।

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অভ্যূত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। ফলে এখনো বিদ্রোহে উত্তাল দেশটির বিভিন্ন এলাকা। এরই মধ্যে গত আগস্ট মাসে সামরিক শাসনের মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।

তবে অনুষ্ঠেয় এই ফোরামে আমন্ত্রণ পেলেও আগামী নভেম্বরে অনুষ্ঠেয় এশিয়ার দক্ষিণ পশ্চিম অঞ্চলগুলোর সংগঠন আসিয়ানের নেতাদের সম্মেলনে আমন্ত্রণ পাওয়ার কোনো সম্ভাবনা নেই মিয়ানমারের।

 

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!