• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

গোহত্যার অভিযোগে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫, ০৩:২০ পিএম
গোহত্যার অভিযোগে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা

ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের নবীন মাণ্ডি অঞ্চলে গোহত্যার অভিযোগে শাহেদিন (২৯) নামের এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে এ ঘটনার চার দিন পেরিয়ে গেলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

গত রোববার (২৯ ডিসেম্বর ২০২৪) মধ্যবর্তী রাতে এই ঘটনাটি ঘটে। এই ঘটনাকে ঘিরে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। বার্তা সংস্থা বিবিসি বাংলা ও হিন্দুস্তান টাইমসে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

তদন্তকারী পুলিশ কর্মকর্তা মোহিত চৌধুরী বলেন, শাহেদিন ও তার সহযোগী আদনান স্কুটিতে করে এসে মাংস বিক্রির উদ্দেশ্যে একটি বাছুরকে হত্যা করে। পশুর চিৎকার শুনে সেখানে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। অভিযোগ রয়েছে, আদনান পালিয়ে বাঁচলেও শাহেদিনকে বেধড়ক মারধর করেন স্থানীয়রা।

পরে পুলিশ এসে শাহেদিনকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। পরে পুলিশ আদনানকে গোহত্যার অভিযোগে গ্রেপ্তার করে।

মোরাদাবাদের ডিভিশনাল কমিশনার অঞ্জনেয় কুমার সিং জানিয়েছেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো সমস্যা যাতে না হয় তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১০৩ (১) (খুন) ধারায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মাঝোলা থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

এদিকে নিহতের পরিবারের অভিযোগ, এই ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করেছে পুলিশ। তবে চার দিন পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি।

Link copied!