যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য অর্থ জোগাড় করতে নিজের বাবা-মাকে খুনের অভিযোগ উঠেছে নিকিতা কাশ্যপ নামের ১৭ বছর বয়সী এক মার্কিন কিশোরের বিরুদ্ধে। ওই কিশোরকে গত মাসেই গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জারি হওয়া মার্কিন পুলিশের গ্রেপ্তারি পরোয়ানা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেখানে দাবি করা হয়েছে, ট্রাম্পকে হত্যা করতে এবং তার সরকার ফেলে দিতে অর্থ জোগাড় করতেই ওই খুনগুলো করেছে কাশ্যপ।
পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি ও এনবিসি নিউজ।
জানা গেছে, গত ফেব্রুয়ারিতে আমেরিকার উইসকনসিন প্রদেশে নিজেদের বাড়িতে খুন হন ডোনাল্ড মেয়ার এবং তার স্ত্রী তাতিয়ানা কাশ্যপ। মেয়ার ছিলেন নিকিতার সৎবাবা। অভিযোগ, নিকিতাই তাদের গুলি করে হত্যা করে। তারপর বেশ কিছু দিন পচন ধরা মরদেহ দুটি বাড়িতেই রেখে দেয় ওই কিশোর। শেষে নগদ ১৪ হাজার ডলার, পাসপোর্ট এবং বাড়ির পোষ্য কুকুরকে নিয়ে পালিয়ে যায়। গত মাসে কানসাস প্রদেশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে উইসকনসিন প্রদেশের একটি জেলে রাখা হয়েছে তাকে।
মার্কিন প্রশাসনের অভিযোগ, ড্রোন এবং বিস্ফোরক কেনার কথা ভাবছিল ওই কিশোর। সেই অর্থ জোগাড় করার জন্য নিজের বাবা-মাকে খুনের ছক কষছিল সে। নিজের পরিকল্পনার কথা আরও বেশ কয়েকজনকে জানিয়েছিল নিকিতা।
মার্কিন তদন্তকারীদের দাবি, এক রুশভাষীকেও নিজের ষড়যন্ত্রের কথা জানায় সে। তিন পাতার একটি লেখাও তদন্তকারীদের হাতে এসেছে। সেখানে অ্যাডলফ হিটলারের প্রশংসা করা হয়েছে। ওই লেখাটি নিকিতাই লিখেছে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা।
মার্কিন আদালতে জমা দেওয়া নথিতে ‘টিকটক’ এবং ‘টেলিগ্রাম’-এর মাধ্যমে কথাবার্তার কিছু অংশও জমা দেওয়া হয়েছে। দুইজনকে হত্যা, মরদেহ লুকিয়ে রাখা, পরিচয় গোপন রাখা, চুরি এবং মার্কিন প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চালানো হচ্ছে।