জর্ডানের রানি রানিয়া বলেছেন, গাজায় যুদ্ধ বিরতি প্রত্যাখ্যান ‘নৈতিকভাবে তিরষ্কারযোগ্য’
যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম সিএনএনের সঙ্গে এক সাক্ষাতকারে রানিয়া বলেন, “ফিলিস্তিনের গাজা উপত্যকাকে হামাসমুক্ত করার ইসরাইলি চেষ্টা শুধুমাত্র ‘ক্ষীণ-দৃষ্টি-প্রসূত এবং কোনোভাবেই তা যৌক্তিক নয়,’ এর কারণ এই সংঘাতের মূল কারণই হলো ইসরায়েলে অবৈধ দখলদারিত্ব।
তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা যদি এর মূল কারণগুলোর সমাধান না করি, তাহলে আপনি যোদ্ধাদের হত্যা করতে পারেন, কিন্তু কারণকে হত্যা করতে পারবেন না। এসব বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তুপ থেকে আরও দৃঢ়প্রতিজ্ঞ কোনো গ্রুপের আত্মপ্রকাশ ঘটবে, এবং হামাসের চেয়ে আরও বেশি উদ্দীপ্ত হয়ে কাজ করবে তারা।’
তিনি বলেন, “ইসরাইলি হামলায় ১০ হাজারের বেশি লোক নিহত হয়েছে। এদের ৭০ ভাগই নারী ও শিশু। ইসরাইল বেসামরিক নাগরিকদের রক্ষা করছে বলে যে দাবি করছে, তা বোধশক্তির অপমান।
বাড়তে থাকা সেমিটিজমবিরোধী ও ইসলামফোবিয়া মনোভাব সম্পর্কে রানিয়া উভয়টির নিন্দা করে বলেন, ‘সারা বিশ্বের সকল ইহুদির প্রতিনিধিত্ব করে না ইসরাইল। ইসরাইল তার সকল অপরাধের জন্য দায়ী। সারা বিশ্বের ইহুদিদের অনেকে তারা যা দেখছে, তাতে আতঙ্কিত।’
তিনি আরও বলেন, ‘আমরা মুসলিমরাই প্রথম সেমিটিকবিরোধিতার নিন্দা করেছিলাম। ইহুদিদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের দীর্ঘ ইতিহাস মুসলিমদের রয়েছে।’
তিনি বলেন, ইসরাইলের সমালোচনা বন্ধ করার জন্যই অনেক ইসরাইলপন্থী সেমিটিজমবিরোধিতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।
সূত্র : টাইমস অব ইসরাইল, আল জাজিরা।