• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানে প্রথমবারের মতো নারীর শরীরে মাঙ্কিপক্স শনাক্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২১, ২০২৩, ০৩:১৯ পিএম
পাকিস্তানে প্রথমবারের মতো নারীর শরীরে মাঙ্কিপক্স শনাক্ত

পাকিস্তানি এক নারীর শরীরে প্রথমবারের মতো মাঙ্কিপক্স ভাইরাস শনাক্ত হয়েছে। ১৯ বছর বয়সী ওই নারী শনিবার সৌদি আরব থেকে ইসলামাবাদে পৌঁছান।

রোববার (২১ মে) পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, শনিবার সকালে ওই নারীর নমুনা সংগ্রহ করা হয় এবং জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটে (এনআইএইচ) পাঠানো হয়। সন্ধ্যায় ইনস্টিটিউট থেকে নিশ্চিত করা হয় যে, তিনি মাঙ্কিপক্সে আক্রান্ত।

বেশ কয়েকটি সূত্র জানিয়েছে, ওই নারী পাকিস্তানের গুজরানওয়ালার বাসিন্দা এবং তিনিই পাকিস্তানের প্রথম নারী যিনি মাঙ্কিপক্স বা এমপক্সে আক্রান্ত হয়েছেন।

এর আগে, ইসলামাবাদে দুই পুরুষ রোগী মাঙ্কিপক্সে আক্রান্ত বলে শনাক্ত হয়েছিলেন এবং করাচিতে আরেকজন পুরুষ রোগী এই ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছিলেন।

পিআইএমএস’র মুখপাত্র ডা. হায়দার আব্বাসিও নিশ্চিত করেছেন, সৌদি আরব থেকে ফিরে আসা ১৯ বছর বয়সী ওই নারী মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তিনি বলেন, “রোগী বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে এবং স্থিতিশীল অবস্থায় রয়েছে। ভাইরাসে নেগেটিভ ঘোষণা করা হলে তাকে ছেড়ে দেওয়া হবে। তার সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে এবং তাদেরও পরীক্ষা করা হবে। একইসঙ্গে তারা পরীক্ষায় নেগেটিভ না হওয়া পর্যন্ত বিচ্ছিন্ন অবস্থায় রাখা হবে।”

জাতীয় স্বাস্থ্য পরিষেবা (এনএইচএস) মন্ত্রকের মুখপাত্র সাজিদ শাহ বলেছেন, সন্দেহভাজন প্রত্যেক ব্যক্তিকে চিহ্নিত করা হবে। ইতোমধ্যেই পাকিস্তানের প্রবেশপথগুলো কঠোরভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ রোগের স্থানীয় সংক্রমণের কোনো প্রমাণ নেই এবং আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।”

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!