মার্কিন যুক্তরাষ্ট্রের বাদ্যযন্ত্রের একটি কোম্পানিতে সকালের অফিস মিটিংয়ে অনুপস্থিত থাকায় ৯৯ জন কর্মীকে বরখাস্ত করেছেন ওই প্রতিষ্ঠানের সিইও। বাদ্যযন্ত্র বিক্রি করা মার্কিন ওই প্রতিষ্ঠানের নাম দ্য মিউজিশিয়ানস ক্লাব। আর এর সিইও হলেন বাল্ডভিন ওডসন।
পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এবিপিলিভসহ একাধিক গণমাধ্যম।
জানা গেছে, কোম্পানিটিতে মোট ১১০ জন কর্মী কাজ করেন। ঘটনার দিন সকালের বাধ্যতামূলক মিটিংয়ে ১১ জন উপস্থিত ছিলেন। মিটিংয়ে অনুপস্থিত থাকায় বাকি ৯৯ জনকেই চাকরিচ্যুত করেন সিইও।
মেইলে চাকরিচ্যুতির চিঠি দিয়ে বাল্ডভিন ওডসন জানান, জরুরি কারণবশত মিটিং ডাকা হয়েছিল। কিন্তু মিটিংয়ে ৯৯ জনই অনুপস্থিত। যারা আজ সকালের মিটিংয়ে হাজিরা দেননি, তাদের সবাইকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আপনাদের সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু আপনারা সেই সুযোগের সৎ ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন। এই মুহূর্তেই অফিশিয়াল যাবতীয় অ্যাকাউন্ট থেকে সাইন আউট করুন। কোম্পানির থেকে নেওয়া সকল কিছু ফেরত দিন।
ক্ষুব্ধ ওই সিইও আরও জানান, ১১০ জন কর্মচারীর মধ্যে শুধুই ১১ জন আজকের সকালের অফিস মিটিংয়ে উপস্থিত ছিলেন। শুধু এই ১১ জনই চাকরিতে বহাল থাকবেন। বাকি সবাইকে বরখাস্ত করা হলো।
এদিকে সোশ্যাল মিডিয়ায় এ ঘটনা প্রকাশের পরপরই পক্ষে-বিপক্ষে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। কেউ কেউ সিইও ওডসনের সিদ্ধান্তকে সমর্থন করলেও অনেকেই তার নেতৃত্বের ধরনের তীব্র সমালোচনা করেন।