অসুস্থ বাচ্চার ওষুধ কিনতে যান সিরিয়াতি (৩৬)। এরপর থেকে তার খোঁজ মিলছিল না। পরিবারের সদস্যরা তাকে উদ্ধারে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে সিরিয়াতির স্বামী আদিয়ানসা (৩০) তাদের বাড়ি থেকে ৫০০ মিটার দূরে তার স্ত্রীর স্লিপারস আর প্যান্ট খুঁজে পান। এর কিছুক্ষণ পরেই তিনি একটি অজগর দেখতে পান। এরপর ওই অজগরের পেট থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সাপটি এখনো বেঁচে আছে।
বুধবার (৩ জুলাই) ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশে এমন ঘটনা ঘটেছে। স্থানীয় পুলিশ প্রধান ইদুল বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, মঙ্গলবার (২ জুলাই) সকালে অসুস্থ বাচ্চার জন্য ওষুধ কিনতে যান সিরিয়াতি। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না।
গ্রামের সেক্রেটারি ইয়াং এএফপিকে জানান, অজগরের পেট অনেক বড় দেখতে পেয়ে আদিয়ানসার সন্দেহ বেড়ে যায়। এরপর তিনি গ্রামের অনেককে ডাকেন। তারা এসে সাপের পেট কাটে এবং সিরিয়াতির মৃতদেহ বের করেন।
এর আগেও গত মাসে সুলাওয়েসি প্রদেশের কালেম্পাং গ্রামে ৩ দিন ধরে নিখোঁজ নারীকে সাপের পেট থেকে উদ্ধার করা হয়েছিল। এ ছাড়া গত বছর ইন্দোনেশিয়ার সুলাওয়েসির তিনাঙ্গিয়া জেলার এক কৃষককে আট মিটার দৈর্ঘ্যের অজগর সাপ শ্বাসরোধ করে খেয়ে ফেলেছিল।