• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আফ্রিকায় সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সামরিক শাসক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১, ২০২২, ০৫:৩০ পিএম
আফ্রিকায় সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সামরিক শাসক

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে অভ্যুত্থান ঘটিয়েছেন দেশটির সেনারা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সেনাবাহিনীর একটি দল ক্ষমতা থেকে সরিয়ে দেয় আরেক সামরিক শাসক ল্যাফটেনেন্ট কর্নেল পল-হেনরি দামিবাকে।

প্রেসিডেন্ট দমিবা গত জানুয়ারি মাসে জনগণের সরকারকে হটিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেন। নতুন অভ্যুত্থানের মধ্য দিয়ে এক বছরে দুটি সামরিক অভ্যুত্থান দেখল দেশটির জনগণ। দুইবারই সামরিক নেতারা জাতীয় নিরাপত্তার ভয়াবহ অবস্থার দোহায় দিয়ে ক্ষমতা দখল করল।

সফল অভ্যুত্থানের সংবাদ জানাতে সশস্ত্র সেনারা হাজির হন রাষ্ট্রায়ত্ত টেলিভিশন সেন্টারে। সেখানে তারা প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার ঘটনাটি নিশ্চিত করেন। তারা সেখানে দমিবার শাসনকে অসাংবিধানিক বলে উল্লেখ করেন। বুরকিনা ফাসোর নতুন নেতা হচ্ছেন সেনাবাহিনীর ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে।

টেলিভিশনে অন্য এক সেনাসদস্য লিখিত বিবৃতিটি পড়ে শোনান।

গত দুই বছরে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোতে সামরিক অভ্যুত্থান নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সাহেল অঞ্চলে ইসলামপন্থি জঙ্গিদের প্রবল উপস্থিত, হাজার হাজার মানুষ হত্যা এবং জঙ্গিদের পরাজিত করার পথ বের করতে না পারা দুর্বল সরকারগুলোর ওপর মানুষের আস্থাহীনতার সুযোগ নিচ্ছে অভ্যুত্থানকারীরা।  

Link copied!