ভারতের গুজরাটে দেশটির উপকূলরক্ষী বাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় ৩ ক্রু সদস্য নিহত হয়েছেন।
রোববার (৫ জানুয়ারি) গুজরাটের পোরবন্দরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যাওয়ায় প্রাণহানির এই ঘটনা ঘটেছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
হেলিকপ্টারটি বিধ্বস্তের এক ভিডিওতে দেখা যায়, দেশটির সশস্ত্র বাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটি (এএলএইচ) একটি উন্মুক্ত মাঠে আছড়ে পড়ছে। হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এ সময় দুর্ঘটনাস্থলে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী আকাশে উড়তে দেখা যায়।
এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা হয়েছে।
এনডিটিভির তথ্যমতে, নিয়মিত মহড়ার সময় উপকূলরক্ষী বাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ধ্রুভ পোরবন্দরে বিধ্বস্ত হয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় তিনজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধারের পর সেখানকার একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
সামুদ্রিক আইন প্রয়োগ এবং অনুসন্ধান ও উদ্ধার কাজ পরিচালনা করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ভারতের আঞ্চলিক জলসীমায় নিরাপত্তা নিশ্চিতেও কাজ করে সংস্থাটি। তবে উড়োজাহাজ বিধ্বস্তে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে এনডিটিভি।