• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাকিস্তানে ফের জঙ্গি হামলা, দুই পুলিশ সদস্য নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৩, ০৫:৪৯ পিএম
পাকিস্তানে ফের জঙ্গি হামলা, দুই পুলিশ সদস্য নিহত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখা অঞ্চলে ভারি তেল ও গ্যাস কোম্পানিতে অস্ত্রধারী সদস্যের হামলায় দুই পুলিশ সদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ নভেম্বর) দক্ষিণ ওয়াজিরস্তানের আলহাজ তেল ও গ্যাস কোম্পানিতে এ হামলার ঘটনা ঘটে।  

বুধবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ পলাতক হামলাকারীদের আটকের জন্য অভিযান চালাচ্ছে। আহতদের জেলা সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এর আগে সম্প্রতি তিরাহ অঞ্চলে জঙ্গি হামলায় এক পাকিস্তানি সেনা কর্মকর্তা ও তিন সেনা সদস্য নিহত হন।

২০২১ সালের আগস্টে তালিবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানে এ ধরনের সহিংসতা বৃদ্ধি পেয়েছে।

গত সেপ্টেম্বরে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, গত আগস্টে পাকিস্তানে ৯৯টি হামলার ঘটনা ঘটে। যা ২০১৪ সালের নভেম্বরের পর থেকে সর্বোচ্চ জঙ্গি হামলা।

দ্য সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের অক্টোবরে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের প্রথম ৯ মাসে ৩৮৬ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। যা গত আট বছরের মধ্যে সবচেয়ে বেশি।

খাইবার পাখতুনখা ও বেলুচিস্তানকে কেন্দ্র করে পাকিস্তানের ৯৪ শতাংশ সংঘাত ও ৮৯ শতাংশ হামলা হওয়ার খবর জানা যায়। 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!