• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেক্সিকোতে বন্দুক হামলায় মেয়রসহ নিহত ১৯


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২, ০৯:০৪ এএম
মেক্সিকোতে বন্দুক হামলায় মেয়রসহ নিহত ১৯

মেক্সিকোর সান মিগেল টটোলাপান শহরে এক বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন শহরের মেয়রসহ আরও ১৮ জন। বিবিসি জানায়, বুধবার (৫ অক্টোবর) স্থানীয় সময় বেলা ২টায় পৌরসভা ভবনে এই হামলা ঘটে।

শহরটির মেয়র কনরাডো মেনডোজা আলমেডাকে হত্যা করতেই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন তার দলের সদস্যরা। তারা এই কাপুরোষিত হামলার নিন্দা জানিয়ে ন্যায়বিচার দাবি করেছেন।

এ ঘটনায় নিহতের তালিকায় আছে পুলিশ কমকর্তা ও কাউন্সিল কর্মীও। ওই এলাকার ক্রিমিনাল গ্যাং লস টেকুইলেরসকে এই হামলার জন্য দায়ী করা হয়। হামলার কিছুক্ষণ আগেই তারা শহরে ফিরে আসার ব্যাপারে ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করে।

কয়েকটি প্রতিবেদন থেকে বিবিসি জানায়, পৌরসভা ভবনে হামলার আগে মেয়রের বাবা সাবেক মেয়র জুয়ান মেনডোজা একস্টাকে তার বাড়িতে হত্যা করা হয়। বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত ভবন এবং মরদেহের ছবি প্রকাশ করা হয় সামাজিক মাধ্যমে।

মেক্সিকোর জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বন্দুকধারীকে খুঁজে বের করতে সেনাবাহিনীর একটি দল পাঠাচ্ছে তারা।

শহরটির অবস্থান মেক্সিকোর গোয়েরেরো প্রদেশে। সেখানকার গভর্নর এভিলিন সালগাডো পিনেদা গভীর শোক প্রকাশ করেছেন।

Link copied!