• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬
তুরস্ক

অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৪, ০৩:২৬ পিএম
অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২

তুরস্কের একটি অস্ত্র তৈরির কারখানায় বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবারের (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে তুরস্কের বালিকেসির প্রদেশের কারেসি জেলায় এ ঘটনা ঘটে।

বালিকেসির গভর্নর ইসমাইল উস্তাওগলু বিস্ফোরনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী বিস্ফোরণে ১২ জন কর্মচারী মারা গেছেন। চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অবস্থা গুরুতর নয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানান, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

আল-জাজিরা বলেছে, বালিকেসি প্রদেশের কাভাকলি গ্রামের একটি কারখানায় বিস্ফোরণটি ঘটে। স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত ফুটেজে কারখানার বাইরে কাঁচ এবং ধাতুর টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়তে দেখা গেছে। সেখানে বেশ কিছু অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে ছিল। স্থানীয় কর্তৃপক্ষ নাশকতার আশঙ্কা নাকচ করেছেন।

Link copied!