কুয়েতে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে বহু প্রবাসীকে। কুয়েত সিটির গভর্নর আব্দুল্লাহ সালেম বলেন, অভিযানটি আকস্মিক মনে হলেও এটি নিয়মিত অভিযানের অংশ।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, গত শুক্রবার রাজধানীর অদূরে বিদাইদ আল গার এলাকা অবরুদ্ধ করে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় অসংখ্য প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী কুয়েত সিটির দক্ষিণাঞ্চল আল ফাওয়ারনিয়াতেও অভিযান চালিয়ে বেশ কয়েকজন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া পাশপাশি নিজ দেশে ফেরত পাঠানোরও উদ্যোগ নেওয়া হচ্ছে।
তবে এখন পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে জানায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
গত মার্চে অবৈধ অভিবাসীদের বৈধ হতে তিন মাস সময় বেঁধে দিয়েছিল কুয়েত সরকার। ওই তিন মাসে কারও বিরুদ্ধে অভিযান চালানো হয়নি। কিন্তু নির্ধারিত কময়ের মধ্যেও যারা বৈধ হতে পারেননি তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কুয়েত সরকার।
গত তিন মাসে প্রচুর অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফিরে যাওয়ারও সুযোগ দিয়েছে কুয়েত। ওই সময়ে প্রচুর প্রবাসী কুয়েত ছেড়েছেন।
কুয়েতে মোট জনসংখ্যা ৪৮ লাখ। এর মধ্যে ৩৩ লাখই বিদেশি। প্রবাসীনির্ভর দেশটির সরকার সম্প্রতি অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে অঠোর অবস্থান নেওয়া শুরু করেছে।