দুই গ্রুপের সংঘর্ষে বাজারে হামলা, নিহত ৫৬


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৯:০৩ এএম
দুই গ্রুপের সংঘর্ষে বাজারে হামলা, নিহত ৫৬
ছবি : সংগৃহীত

বাজারে কেনাকাটা করতে এসেছিলেন ক্রেতারা। কিন্তু দুই গ্রুপের সংঘর্ষে প্রাণ গেল তাদের। ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় ৫৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫৮ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এদিকে আরএসএফ একটি বিবৃতিতে দিয়ে এই হামলায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ অস্বীকার করেছে। তারা এ হামলার জন্য তাদের প্রতিপক্ষ সেনাবাহিনীকে দায়ী করেছে।  

নীল নদের তীরে অবস্থিত রাজধানী খার্তুমের অপর পাশেই ওমদুরমান শহর।  

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে ২০২৩ সালের এপ্রিলে যুদ্ধ শুরু হয়। এর পর থেকে সুদানে ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে হামলার ঘটনা ঘটছে।  

সুদানে প্রায় দুই বছর ধরে চলা এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। আর দেশটির জনসংখ্যার প্রায় অর্ধেক অর্ধাহারে, অনাহারে দিন কাটাচ্ছে।

Link copied!