• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

এক কেজি গাঁজা পাচারের দায়ে মৃত্যুদণ্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৩, ১২:৩৬ পিএম
এক কেজি গাঁজা পাচারের দায়ে মৃত্যুদণ্ড

সিঙ্গাপুরে এক কেজির বেশি গাঁজা পাচারের দায়ে তাঙ্গারাজু সুপ্পিয়াহ (৪৬) নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) সিঙ্গাপুরের পূর্বাঞ্চলীয় চাঙ্গি কারাগারে তাঙ্গারাজুর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এক প্রতিবেদনে আল-জাজিরা জানায়, দুই দশমিক দুই পাউন্ড গাঁজা পাচারের দায়ে ২০১৮ সালে দোষী সাব্যস্ত হন তাঙ্গারাজু। এ ঘটনায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায়ে বলা হয়, সিঙ্গাপুরে চোরাই পথে গাঁজা পাচারের চেষ্টাকারীদের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন এ ব্যক্তি।

এদিকে তাঙ্গারাজুর মৃত্যুদণ্ড কার্যকর না করতে পরিবার ও অধিকারকর্মীরা আবেদন করেছিলেন। কিন্তু তাদের সাড়া দেয়নি দেশটির কর্তৃপক্ষ।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক ফিল রবার্টসন মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, রাজুর বিরুদ্ধে তথ্যপ্রমাণ সুনির্দিষ্ট ছিল না। আইনজীবী ছাড়াই তাকে জেরা করেছে পুলিশ। এমনকি তামিল দোভাষী চাওয়া হলেও তাকে দেওয়া হয়নি।

Link copied!