• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আবার হাসপাতালে মাহাথির মোহাম্মদ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২, ০১:১৪ পিএম
আবার হাসপাতালে মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মাহাথিরের কার্যালয় থেকে একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

আল-জাজিরা জানায়, বুধবার সকালে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হন। চিকিৎসক দলের পরামর্শ অনুযায়ী আগামী কয়েক দিন পর্যবেক্ষণের জন্য তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে তার অসুস্থতার বিস্তারিত জানা যায়নি।

৯৭ বছর বয়সী এই নেতা হৃদরোগের সমস্যায় ভুগছেন কয়েক বছর ধরেই। জানুয়ারির শেষ দিকেও বেশ কয়েক দিন হাসপাতালে কাটিয়েছেন তিনি।

তবে করোনায় আক্রান্ত হলেও তিনি আগেই টিকা নিয়েছেন বলে জানা গেছে। তাই তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে আশা করা হচ্ছে।

দুই দফায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির। প্রথম দফায় ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। আর ২০১৮ সালের মে মাসে বিরোধী জোটে যোগ দিয়ে আরেক ইতিহাস গড়েন তিনি। নির্বাচনে জিতে বিশ্বের সবচেয়ে প্রবীণ সরকারপ্রধান হিসেবে দ্বিতীয়বারের মতো ক্ষমতাগ্রহণ করেন মাহাথির মোহাম্মদ।

পরে অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ের কারণে জোটের পতন হয়। ২০২০ সালে স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি।

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!