• ঢাকা
  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিশ্ব বাজারে কমল সোনার দাম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৪, ১১:০৪ এএম
বিশ্ব বাজারে কমল সোনার দাম

বিশ্বের বাজারে সোনার দাম ৩ শতাংশ কমেছে। স্থানীয় সময় সোমবার (২৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় বাজারে কমেছে সোনার দাম। 

বাজার পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনা বিক্রি হয়েছে ২ হাজার ৬১৯ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ১৩ হাজার ৬৬০ টাকা। আর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে প্রতি আউন্স বিক্রি হয়েছে ২ হাজার ৬১৮ ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ১৩ হাজার ৬০০ টাকায়।  

বাজার পর্যবেক্ষণ সংস্থা টিডি সিকিউরিটিজের জ্যেষ্ঠ কর্মকর্তা ড্যানিয়েল গ্যালি রয়টার্সকে জানান, নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রেজারি বিভাগের সেক্রেটারি (অর্থমন্ত্রী) হিসেবে নিয়োগ দিচ্ছেন স্কট বেসেন্টকে। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে দেশের অর্থনীতি আরও স্থিতিশীল হবে। 

এ ছাড়া সম্প্রতি ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতির জন্য সম্মত হয়েছে। সোনার দাম ওঠানামার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানান তিনি।

যেকোনো অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অনিশ্চয়তায় সোনা একটি নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়। এর মধ্যে বাণিজ্য যুদ্ধ বিশেষভাবে উল্লেখযোগ্য।

এদিকে স্পট মার্কেটে রুপার দাম কমেছে আগের দিনের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ। প্রতি আউন্সের মূল্য নেমে এসেছে ৩০ ডলার ২৮ সেন্টে। প্লাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৯৩৮ ডলার ৫৭ সেন্টে স্থির হয়েছে। প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৭৭ ডলার ৯৪ সেন্টে।

Link copied!