• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাসা জ্বরে নাইজেরিয়ার মারা গেছেন ১৭১ জন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২, ০৫:৫২ পিএম
লাসা জ্বরে নাইজেরিয়ার মারা গেছেন ১৭১ জন

ভয়াবহ লাসা জ্বরে আফ্রিকার দেশ নাইজেরিয়ায় মৃত্যু হয়েছে ১৭১ জনের। দেশটির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের বরাত দিয়ে চীনা সংবাদমাধ্যম চায়না ডট কম জানায়, নাইজেরিয়ায় লাসা ভাইরাসকে কোভিড-১৯ এর থেকেও ভয়ংকর মনে করা হয়।

প্রতিবেদনে বলা হয় এখন পর্যন্ত ৬৬৬০ জনকে পরীক্ষা করে ৯১৭ জনের মধ্যে এই ভাইরাস পাওয়া গেছে। এর মধ্যে মারা গেছেন ১৭১ জন। অর্থাৎ এই জ্বরে মৃত্যু হার এখন পর্যন্ত ১৮.৬ শতাংশ।

নাইজেরিয়ার ২৫ টি রাজ্যে এই জ্বরে আক্রান্ত রোগী পাওয়া গেছে। আক্রান্তদের বয়স ২১-৩০ এর মধ্যে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, “লাসা জ্বর হল একটি তীব্র ভাইরাল হেমোরেজিক অসুস্থতা যা লাসা ভাইরাস দ্বারা সৃষ্ট, ভাইরাসটি অ্যারেনাভাইরাস পরিবারের সদস্য। মানুষ সাধারণত সংক্রামিত ম্যাস্টোমিস ইঁদুরের প্রস্রাব বা মল দ্বারা দূষিত খাবার বা গৃহস্থালির সামগ্রীর সংস্পর্শে আসার মাধ্যমে লাসা ভাইরাসে সংক্রমিত হয়। পশ্চিম আফ্রিকার কিছু অংশের ইঁদুরের মধ্যে এই রোগটি স্থানীয়।”

এই ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণগুলির মধ্যে রয়েছে, মাথা ও পেশী ব্যথা, গলা ব্যথা, বমি বমি ভাব ও জ্বর। 

Link copied!