ভারতের কেরালায় ওয়েনাড জেলার পার্বত্য এলাকায় ব্যাপক ভূমিধসে কমপক্ষে শতাধিক মানুষ আটকা পড়েছেন।
মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কেরালা রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দমকল বাহিনী ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সদস্যদের উদ্ধার কাজের জন্য মোতায়েন করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ভূমিধসের কারণে শতাধিক মানুষ আটকা পড়েছেন। ভারী বর্ষণের কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ।
কেরালায় ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের ঘটনা নতুন কিছু নয়। একসময় কেরালা রাজ্যের যেসব জলভূমি ও হ্রদগুলোকে বন্যার বিরুদ্ধে প্রাকৃতিক রক্ষাকবচ মনে করা হতো, সেগুলো ক্রমবর্ধমান নগরায়ণের কারণে বিলীন হয়ে গেছে। ২০১৮ সালে কেরালায় শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায় প্রায় ৪০০ মানুষের মৃত্যু হয়, বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ।