জম্মু কাশ্মীরের পহেলগামে পাক জঙ্গি হামলা এবং ২৬ পর্যটন খুনের ঘটনার জেরে ভারত-পাকিস্তান সংঘাত চরমে উঠেছে। এরই মধ্যে পাকিস্তানের লাহোর বিমানবন্দরে ভয়াবহ আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের জেরে বাতিল হয়েছে সমস্ত ফ্লাইট। কোনো বিমান ওঠানামা করছে না লাহোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।
শনিবার (২৬ এপ্রিল) লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন।
জানা যাচ্ছে, পাক-সেনার একটি বিমান এদিন লাহোর বিমানবন্দরে অবতারণ করছিল। সেই সময়ে বিমানের টায়ারে আগুন ধরে যায়। সেই আগুন বিমানবন্দরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে দেয় দমকল বাহিনী। এরপর অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরের রানওয়ে।