উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার জন্য ভ্লাদিভোস্টকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন বলে ধারনা করা হচ্ছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এক সরকারি কর্মকর্তার বরাতে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে, কিম বিদেশ সফরের জন্য যে সাঁজোয়া ট্রেন ব্যবহার করেন, তা রওনা দিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বৈঠকটি হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এর আগে, রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছিল, কিম কয়েক দিনের মধ্যে রাশিয়া সফর করবেন বলে আশা করা হচ্ছে।
যদি পুতিনের সঙ্গে কিমের শীর্ষ এই বৈঠকটি হয়, তবে এটি হবে উত্তর কোরিয়ার নেতার চার বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম আন্তর্জাতিক সফর।
বৈঠকে দুই নেতা উত্তর কোরিয়া থেকে অস্ত্র ইউক্রেন যুদ্ধে সমর্থন দেওয়ার জন্য মস্কোকে সরবরাহ করার সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন বলে এক মার্কিন কর্মকর্তা দাবি করেছিলেন।
২০১৯ সালে ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিম জং উনের প্রথম শীর্ষ বৈঠকের জন্য ভ্লাদিভোস্টক যাত্রা ছিল কিম জং উনের শেষ বিদেশ সফর। তখনও ট্রেনে করেই ভ্লাদিভোস্টক ভ্রমণ করেছিলেন কিম।