• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা কেজরিওয়ালের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৪, ০৩:১৯ পিএম
দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা কেজরিওয়ালের
অরবিন্দ কেজরিওয়াল। ছবি : সংগৃহীত

দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পার্টির বৈঠকে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

অরবিন্দ কেজরিওয়াল বলেন, “২ দিন পর আমি এই দায়িত্ব থেকে পদত্যাগ করব। জনগণ ভোটে নির্বাচিত না করার আগে এই চেয়ারে বসব না।”

দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, “কয়েক মাসের মধ্যে দিল্লিতে নির্বাচন। আদালত থেকে ন্যায়বিচার পেয়েছি আমি। এখন আমি জনগণের দ্বারে দ্বারে যাব। তারা রায় দিলেই আমি আবার মুখ্যমন্ত্রী হবো।”

অরবিন্দ কেজরিওয়াল আরও বলেন, “আমি জনগণকেই জিজ্ঞেস করতে চাই, কেজরিওয়াল দোষী নাকি নির্দোষ। আমি যদি কাজ করে থাকি, তবে আমাকে ভোট দেবেন।”

এদিকে দীর্ঘ ৬ মাস কারাভোগ শেষে ২ দিন আগেই ছাড়া পেয়েছেন কেজরিওয়াল। এরমধ্যে এমন সিদ্ধান্তে সবাই হতবাক।

Link copied!