ডাকযোগে আগাম ভোট দিলেন কমলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ০৬:৫৫ এএম
ডাকযোগে আগাম ভোট দিলেন কমলা

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিয়েছেন কমলা হ্যারিস। রোববার (৩ নভেম্বর) তিনি বলেন, নিজের অঙ্গরাজ্যে ক্যালিফোর্নিয়ায় তিনি ডাকযোগে ভোট দিয়েছেন।

মিশিগানে নির্বাচনী প্রচারে ব্যস্ত কমলা সাংবাদিকদের বলেন, “আমি আমার ব্যালট পূরণ করে পাঠিয়ে দিয়েছি।”

তিনি আরও জানান, তার ব্যালট ক্যালিফোর্নিয়ার পথে রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার আগাম ৭ কোটি ৮০ লাখ ভোট পড়েছে যা একটি রেকর্ড।

যুক্তরাষ্ট্রের বেশির ভাগ রাজ্যে সরাসরি বা ডাকযোগে আগাম ভোট দেওয়ার ব্যবস্থা আছে। সব ভোটারকে ভোটের আওতায় আনতে এই আগাম ভোটের ব্যবস্থা।

এবার যুক্তরাষ্ট্রে মোট ২৪ কোটি ৪০ লাখ ভোট দেওয়ার যোগ্য নাগরিক রয়েছেন। তাদের মধ্যে কতজন ভোট দেন, সেটা অবশ্যই দেখার বিষয়।

পিউ রিসার্চ সেন্টারের ওয়েবসাইটে থাকা তথ্যানুযায়ী, ২০২০ সালে দুই-তৃতীয়াংশ (৬৬ শতাংশ) ভোটার ভোট দিয়েছিলেন। ১৯০০ সালের পর যুক্তরাষ্ট্রে কোনো জাতীয় নির্বাচনে এটাই সর্বোচ্চ ভোট।

 

Link copied!