• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভোরে কেঁপে উঠল ভারতের জম্মু-কাশ্মীর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৩, ১১:১৯ এএম
ভোরে কেঁপে উঠল ভারতের জম্মু-কাশ্মীর

ভারতের জম্মু ও কাশ্মীরে রোববার (৩০ এপ্রিল) ভোরে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৫ কিলোমিটার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, রোববার স্থানীয় সময় ভোর ৫ টা ১৫ মিনিটে ভারত শাসিত জম্মু ও কাশ্মীর অঞ্চলে রিখটার স্কেলে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

তবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খরব পাওয়া যায়নি।

ইতোমধ্যে দেশটির জম্মু ও কাশ্মীর প্রশাসন প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি কমাতে ২০টি জেলায় অত্যাধুনিক ইমার্জেন্সি অপারেশন সেন্টার (ইওসি) স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে।

ভারতের এ অঞ্চলটি ভূমিকম্প ও বন্যা প্রবণ এবং এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাতে এই ইমার্জেন্সি অপারেশন সেন্টার সহায়তা করবে।

এছাড়া ১১২ নম্বর ডায়াল করে দুর্যোগ কল সমন্বয়ের জন্য জরুরি প্রতিক্রিয়া সহায়তা ব্যবস্থা (ইআরএসএস) বাস্তবায়নের জন্য ভারত সরকারের এনডিএমএ-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে জম্মু ও কাশ্মীর সরকার।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!