• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ২ জমাদিউস সানি ১৪৪৬

১৩২ বছর পর ঘটল এমন ঘটনা, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৪, ০২:৫২ পিএম
১৩২ বছর পর ঘটল এমন ঘটনা, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

২০২০ সালে হেরেও হার মানতে অস্বীকার করেছিলেন। তবে সেখান থেকে ফিরে এসে আবারও হোয়াইট হাউস দখল করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে এভাবে শুধুমাত্র এক একজন মার্কিন প্রেসিডেন্টই নির্বাচনে হেরে যাওয়ার ৪ বছর পরে আবার হোয়াইট হাউজের বাসিন্দা হয়েছিলেন।

গত নির্বাচনে হারার পরও আবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক ইতিহাসে আমেরিকায় এমনটা দেখা যায়নি। শেষবারের মতো রিচার্ড নিক্সন এমনটা করেছিলেন। তবে লাগাতার তিনটি নির্বাচনে লড়াই করে প্রথম এবং তৃতীয় দফায় জেতা দ্বিতীয় ব্যক্তি হলেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে এই কীর্তি শেষ এবং একবার হয়েছিল ১৮৯২ সালে।  

১৮৯২ সালের মার্কিন নির্বাচনে গ্রোভার ক্লিভল্যান্ড জয়ী হয়েছিলেন। এই ডেমোক্র্যাট ১৮৮৫ থেকে ১১৮৯ মার্কিন যুক্তরাষ্ট্রের ২২তম প্রেসিডেন্ট ছিলেন। এরপর ১৮৮৮ সালে অনুষ্ঠিত ভোটে তিনি হেরে গিয়েছিলেন। তবে ১৮৯২ সালে তিনি নির্বাচনে জিতে আমেরিকার ২৪তম রাষ্ট্রপতি হয়েছিলেন। আর প্রায় ১৩২ বছর পর ট্রাম্পও সেই কীর্তি করে দেখালেন।  

২০১৬ সালে সারা দেশের প্রাপ্ত ভোটের নিরিখে হিলারি ক্লিনটনের থেকে ৩০ লাখে পিছিয়ে ছিলেন ট্রাম্প। তবে তাতেও তিনি জয়ী হয়েছিলেন ইলেক্টোরাল কলেজে। এই আবহে হোয়াইট হাউজে ঢোকার টিকিট পেয়েছিলেন তিনি। তবে ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হারতে হয় তাকে। যদিও ২০২৪ সালে আবার ঘুরে দাঁড়ালেন ট্রাম্প।

Link copied!