• ঢাকা
  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯ চৈত্র ১৪৩০, ২২ রমজান ১৪৪৬

ইসরায়েলের গোয়েন্দাপ্রধানকে বরখাস্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২১, ২০২৫, ১০:৫১ এএম
ইসরায়েলের গোয়েন্দাপ্রধানকে বরখাস্ত
শিন বেত। ছবি: সংগৃহীত

গোয়েন্দা সংস্থা ইসরায়েল সিকিউরিটি এজেন্সি (আইএসএ) বা শিন বেতের প্রধানকে বরখাস্ত করলো ইসরায়েল। এর একদিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ঘিরে রোনেন বারের ব্যর্থতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন।

শুক্রবার ( ২১ মার্চ) এক বিবৃতিতে বলা হয়েছে, আইএসএ পরিচালক রোনেন বারের মেয়াদ শেষ করতে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব গৃহীত হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, রোনেন বারের উত্তরসূরি নিযুক্ত হওয়ার পর অথবা ১০ এপ্রিলের মধ্যে তিনি তার পদ ত্যাগ করবেন। ২০২১ সালে শিন বেতের প্রধান হিসেবে দায়িত্ব পান রোনেন বার। আগামী বছর তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু বেনিয়ামিন সরকার এক বছর আগেই তাকে পদ থেকে সরালো।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে ইসরায়েলে হামাসের হামলা চালানোর আগে থেকেই রোনেন বারের সঙ্গে বেনিয়ামিনের সম্পর্কে ছেদ ছিল। কিন্তু হামলার পর সেটির আরও অবনতি ঘটে। 

তবে শেষমেশ রোনেন বারকে গোয়েন্দাপ্রধানের পদ হারাতে হলো। আর এটি দেশটির ইতিহাসে প্রথম যে ইসরায়েল সরকার আইএসএ‍‍`র প্রধানকে বরখাস্ত করলো। সূত্র : আল জাজিরা।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!