দখলদার ইসরায়েলি বাহিনী বুলডোজার দিয়ে পূর্ব গাজার আস-সাহা পাড়ায় শেখ শাবান নামের একটি কবরস্থানও ধ্বংস করেছে। বুলডোজার দিয়ে কবরস্থানের মৃতদেহ বের করে এনে সেগুলোকে আবার বুলডোজারের নিচে ফেলে পিষে ফেলা হয়েছে। খবর আল-জাজিরার।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, দখলদার বাহিনী প্রথমবার কবরস্থানের নয়টি কবর বুলডোজার দিয়ে উপড়ে ফেলে। এরপর মৃতদেহগুলোকে উত্তোলন করে এবং তারপর মৃতদেহগুলোর ওপর তাদের বিকৃত ক্ষোভ চরিতার্থ করে।
পূর্ব গাজার আস-সাহা পাড়ার ওই কবরস্থান এলাকার চারপাশে শিশুসহ মৃতদেহগুলির অংশবিশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। যাদের অর্ধেকের বেশি নারী ও শিশু। গাজায় দুই মাস ধরে চলা ইসরায়েলের ভয়াবহ হামলায় প্রায় ৫০ হাজার মানুষ আহত হয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৮ হাজার শিশু এবং ৬ হাজার ২০০ জন নারী রয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ৩১০ জন চিকিৎসক, ৩৫ জন বেসামরিক প্রতিরক্ষা কর্মী এবং ৯৭ জন সাংবাদিক রয়েছেন।
আড়াই মাস ধরে নির্বিচার ইসরায়েলি বোমা হামলায় গাজা উপত্যকাজুড়ে প্রায় ৩ লাখ ৮ হাজার আবাসন ইউনিট ধ্বংস ও ক্ষতিগ্রস্ত করেছে বলে জানিয়েছে গাজার মন্ত্রণালয়।
সূত্র-আল-জাজিরা