• ঢাকা
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

লেবাননের সেনাবাহিনীর কাছে ক্ষমা চাইল ইসরায়েলি বাহিনী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৪, ০৩:২৪ পিএম
লেবাননের সেনাবাহিনীর কাছে ক্ষমা চাইল ইসরায়েলি বাহিনী
নিহত ৩ সেনা সদস্য। ছবি : আরব নিউজ

দক্ষিণ লেবাননে সেনাবাহিনীর গাড়িতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ৩ সেনা সদস্য নিহত ও কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় লেবাননের কাছে ক্ষমা চেয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

সোমবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

লেবাননের সেনাবাহিনী জানায়, রোববার (২০ অক্টোবর) সীমান্তবর্তী গ্রাম আইন এবেলকে হানাইন শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে ইসরায়েলি বাহিনী তাদের গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে।

এই হামলার জন্য ক্ষমা চেয়ে সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়, লেবাননের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে না ইসরায়েল। তাদের সেনারা বিশ্বাস করে যে তারা হিজবুল্লাহর একটি গাড়িকে লক্ষ্যবস্তু করছিল।

যদিও গত মাসে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত আটজন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে, ইসরায়েলি হামলায় লেবাননে দুই হাজার ৪৬৪ জন নিহত এবং সাড়ে ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

Link copied!