ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে, তারা রাতারাতি ফিলিস্তিনের গাজা উপত্যকার ৪শ’র বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে রয়েছে দক্ষিণ গাজার খান ইউনিস এলাকা। যেখান থেকে গত মাসে কয়েক হাজার বেসামরিক লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর শনিবার (২ ডিসেম্বর) ইসরায়েল গাজা উপত্যকার বিভিন্ন স্থানে আবারও বোমা হামলা শুরু করে। এতে ২৪০ জনের বেশি গাজার বাসিন্দা নিহত হয়েছে।
হামাস এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল এখন দক্ষিণ গাজার খান ইউনিসকে টার্গেট করে হামলা করছে। তারা একযোগে বিমান, নৌ এবং স্থলপথে হামলা শুরু করেছে। খান ইউনিসের অনেক বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে। যেখানে সাধারণ মানুষ বসবাস করছিলো।
জানা গেছে, হামাসও ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রকেট হামলা চালিয়েছে।
এদিকে মধ্যস্থতাকারী কাতার বলছে, লড়াইয়ে আরেকটি বিরতি নিশ্চিত করার জন্য আলোচনা অব্যাহত রয়েছে।
জাতিসংঘের মানবাধিকার প্রধান গাজায় আবারও যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছেন, অবরুদ্ধ ভূখণ্ডের ফিলিস্তিনিরা এখন ‘রোগ, ধ্বংস এবং মৃত্যু দ্বারা বেষ্টিত’।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের হামলায় ১৫ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। যারমধ্যে ৮ হাজারের বেশি নারী ও শিশু রয়েছে। ইসরায়েলে হামাসের হামলায় সরকারীভাবে মৃতের সংখ্যা ১২শ’ বলে উল্লেখ করা হয়েছে। সূত্র- আলজাজিরা।