• ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০, ১১ রমজান ১৪৪৬

৩৬৯ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিচ্ছে ইসরায়েল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০১:৩০ পিএম
৩৬৯ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিচ্ছে ইসরায়েল

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে শনিবার (১৫ ফেব্রুয়ারি) ৩৬৯ জন ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। বিনিময়ে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস ৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে।

হামাসের সামরিক বিভাগ আল কাসেম ব্রিগেড এবং ফিলিস্তিনি কারাবন্দিদের সহায়তা প্রদানকারী সংস্থা প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স মিডিয়া অফিস একটি বিবৃতিতে জানায়, আজ শনিবার মুক্তিপ্রাপ্ত ৩৬৯ জন কারাবন্দীর মধ্যে ৩৩৩ জন গাজার বাসিন্দা। তাদেরকে ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি সেনাবাহিনীর গাজা অভিযানের সময় গ্রেপ্তার করা হয়েছিল। বাকি ৩৬ জন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন।

এই বিনিময়ে মুক্তি পাওয়ার তালিকায় থাকা ৩ জন ইসরায়েলি জিম্মি হলেন সাশা ত্রোউফানভ, সাগুই দেকেল-শেন এবং আয়ার হর্ন। ২০২৩ সালে হামাস ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ২৫০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে এসেছিল, তাদের মধ্যে এই তিনজনও ছিলেন। হামাস গতকাল ইসরায়েল সরকারের কাছে এই জিম্মিদের নাম পাঠিয়েছে।

আল কাসেম ব্রিগেডের মুখপাত্র হাজেম কাসেম জানিয়েছেন, এই মুক্তি প্রক্রিয়া ‘যথাযথ পদ্ধতিতে’ সম্পন্ন হবে, যা ফিলিস্তিনের ‘সংস্কৃতি এবং ইসলামের শিক্ষার’ প্রতিফলন ঘটাবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালিয়ে ১২০০ মানুষ হত্যা করে এবং ২৫১ জনকে জিম্মি করে। এর জবাবে ইসরায়েল গাজায় অভিযান শুরু করে, যা ১৫ মাস ধরে চলেছে। এই অভিযানে গাজায় ৪৮ হাজারেরও বেশি মানুষ নিহত এবং ১ লাখ ১১ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। গাজা প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারীদের চাপে হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েল ১৬ জন জিম্মিকে মুক্তি দিয়েছে এবং হামাস ৭৬৬ জন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে।

Link copied!