• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

গাজায় সুড়ঙ্গে পানি ঢেলে সফলতার দাবি ইসরায়েলের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৩, ০১:৫৩ পিএম
গাজায় সুড়ঙ্গে পানি ঢেলে সফলতার দাবি ইসরায়েলের
হামাসের টানেলে এক ইসরায়েলি সেনা। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজাজুড়ে ছড়িয়ে থাকা হামাসের টানেলে সাগরের পানি ঢেলে তা ধ্বংসের অভিযান শুরু করেছেন ইসরায়েলি সেনারা। এ অভিযানে সফলতা পেতে শুরু করেছেন বলে দাবি ইসরায়েলি সেনাদের।

তবে টানেল ধ্বংসের এ অভিযানে ইসরায়েলি সেনারা কী ধরনের সফলতা দেখতে পাচ্ছেন তা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে হামাসের টানেল ধ্বংস করতে পানি ঢালার এ কৌশল কতটা কার্যকর হবে, তা নিয়ে অনেকেই সন্দেহের মধ্যে রয়েছে। এদিকে হামাসের হাতে বন্দিরা এ সুড়ঙ্গে থাকলে পানি ভরার পর তাদের কী অবস্থা হতে পারে, সেটা নিয়েও আতঙ্কিত অনেকে।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, পানি ঢালার এ প্রক্রিয়া সীমিত আকারে চালানো হচ্ছে বলে মনে করা হচ্ছে। কারণ, ইসরায়েল কৌশলটির কার্যকারিতা মূল্যায়ন করছে।

দীর্ঘদিন ধরে অবরুদ্ধ গাজায় পণ্য ও ব্যক্তির প্রবেশ কিংবা সেখান থেকে বের হওয়ার জন্যও ইসরায়েলের অনুমতি প্রয়োজন। এমন পরিস্থিতিতে গাজায় গোপনে পণ্য আনা-নেওয়ার গুরুত্বপূর্ণ একটি উপায় এ সুড়ঙ্গ। যদিও সুড়ঙ্গগুলো হামাসের সশস্ত্র কর্মকাণ্ড পরিচালনার অন্যতম কেন্দ্র বলে দাবি ইসরায়েলের। সূত্র : আল-জাজিরা

Link copied!