• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদের দিনেও গাজায় ইসরায়েলের হামলা, নিহত ১২২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৪, ০৩:৫১ পিএম
ঈদের দিনেও গাজায় ইসরায়েলের হামলা, নিহত ১২২
গাজায় ইসরায়েলের হামলার পরের দৃশ্য। ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের দিনও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় ১২২ ফিলিস্তিনিকে হত্যা ও ২৫৬ জনকে আহত করেছেন ইসরায়েলি বাহিনী।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার (১০ এপ্রিল) গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ছে ইসরায়েলি বাহিনী। এসব ঘটনায় নিহত হয়েছেন ১২২ জন এবং আহত হয়েছেন আরও ৫৬ জন। এতে উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ৪৮২ জন এবং আহতের সংখ্যা ৭৬ হাজার ৪৯ জন পৌঁছেছে।

তবে, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ এখন পর্যন্ত আট হাজার লোক নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

এদিকে, গাজায় সাধারণ মানুষের জন্য সাহায্য বাড়ানোর জন্য ইসরায়েলকে চাপ দেওয়ার কথা ভাবছে ফ্রান্স এবং হিউম্যান রাইটস ওয়াচ।

তারা জানিয়েছেন, গাজায় সাহায্য বাড়াতে নিষেধাজ্ঞার মাধ্যমে ইসরায়েলকে চাপ দেওয়া যেতে পারে। এর মধ্যেই ইসরায়েলের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক।

গত ছয় মাসের যুদ্ধে ৩৩ হাজারেরও বেশি ফিলিস্তিতিন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছেন অন্তত ৭৬ হাজারেরও বেশি মানুষ।

অন্যদিকে ইসরায়েলের দাবি, হামাসের হাতে তাদের এক হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন। আর আহতের সংখ্যা ৮ হাজার।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!