ইসরায়েলের এক ধনকুবেরের মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজ জব্দের দাবি করেছে ইরান। হরমুজ প্রণালির কাছ থেকে ওই জাহাজ শনিবার জব্দ করে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএর খবর অনুযায়ী, জাহাজটি জোডিয়াক মেরিটাইম শিপিং কোম্পানির। যে কোম্পানির মালিক ইসরায়েলের ধনকুবের ইয়াল ওফার।
আইআরএনএ বলছে, ওই জাহাজের নাম ‘এমসিএস এরিস’। তবে জাহাজটি পর্তুগালের পতাকাবাহী ছিল বলেও জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। ইরানের সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, হেলিকপ্টার দিয়ে অভিযান চালিয়ে আইআরজিসি সদস্যরা জাহাজটি জব্দ করেছেন। হরমুজ প্রণালী থেকে জব্দ করার পর জাহাজটি এখন ইরানের সমুদ্রসীমায় নিয়ে যাওয়া হচ্ছে।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার পর থেকেই দেশটির সঙ্গে ইসরায়েলের উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাসে হামলা হয়। যার জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে তেহরান। এর প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছে ইরান।