ভাড়াটে যোদ্ধা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের মৃত্যু নিয়ে নতুন তথ্য প্রকাশ করল রুশ সংবাদমাধ্যম সারগ্রাদ টিভি। সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রিগোশিনের মৃতদেহ প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তবে ডিএনএ বিশ্লেষণের কাজ এখনো বাকি রয়েছে বলে আল-জাজিরার এক প্রতিবেদনে জানা যায়।
এর আগে বুধবার (২৩ আগস্ট) রাতে রাশিয়ায় উত্তরাঞ্চলে এক উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে প্রিগোশিন নিহত হয়েছেন বলে জানায় রুশ গণমাধ্যমগুলো। বলা হয়, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজের যাত্রীদের তালিকায় প্রিগোশিনের নাম রয়েছে।
ভাগনার বাহিনীর টেলিগ্রাম চ্যানেল গ্রে জোন দাবি করেছে, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্রের আঘাতে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। তবে দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি তারা। রুশ সংবাদমাধ্যমে বলা হচ্ছে, ভাগনারের শীর্ষ কমান্ডার দিমিত্রি উতকিনও ওই উড়োজাহাজে ছিলেন।
গ্রে জোন চ্যানেলে দেওয়া আরেক পোস্টে বলা হয়, রাশিয়ার প্রতি বিশ্বাসঘাতকদের কর্মকাণ্ডের কারণে ভাগনারের প্রধান, রাশিয়ার বীর, সত্যিকারের দেশপ্রেমিক ইয়েভগেনি প্রিগোশিন নিহত হয়েছেন।
রাশিয়ার উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়াৎসিয়া উড়োজাহাজটি মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গের দিকে যাচ্ছিল জানিয়ে বলে, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার কারণ জানতে তদন্ত চলছে।
অপর দিকে অনেক বিশ্লেষক ইয়েভগেনি প্রিগোশিনের মৃত্যুর বিষয়টি স্বাধীনভাবে যাচাই করার উপায় না থাকায় এ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।