• ঢাকা
  • সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৯:১৫ এএম
ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

ভারতের রাজস্থানে একটি মিগ-টুয়েন্টি নাইন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিমানের পাইলট।

সোমবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে বারমেরের এক প্রত্যন্ত এলাকায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে এতে আগুন ধরে যায়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বিধ্বস্তের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনীর কয়েকটি ইউনিট।

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, যুদ্ধবিমানটি আগুনে পুড়ে গেছে। স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনাস্থলের কাছাকাছি বৃষ্টির কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছাতে পারছেন না।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে ভারতীয় বিমানবাহিনী বলেছে, ‘বারমের সেক্টরে রুটিন নাইট ট্রেনিং মিশনের সময় একটি আইএএফ মিগ-২৯ বিমান জটিল প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয় এবং এতে পাইলট বিমানটি থেকে বের হতে বাধ্য হন। পাইলট নিরাপদ আছেন এবং কোনো জীবন বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ঘটনায় কোর্ট অব ইনকেয়ারির নির্দেশ দেওয়া হয়েছে।’ 



 

Link copied!