• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

ভারতে ভূমিধসে নিহত বেড়ে ২৭৬


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৪, ১০:৪৮ এএম
ভারতে ভূমিধসে নিহত বেড়ে ২৭৬

ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড়ে ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ২৭৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের সংখ্যা দেড় শরও বেশি। বৃহস্পতিবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনন্দবাজার।

ওয়েনাড় জেলা প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, নিখোঁজদের সন্ধান এবং উদ্ধারের কাজ এখনও চলছে।

আনন্দবাজার জানায়, ভূমিধসে জেলার চারটি গ্রাম কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে। বাড়িঘর, কফির বাগান হাজার হাজার টন পাথর এবং কাদার স্তূপের নিচে। প্রবল বৃষ্টি এবং প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই সেনাবাহিনীর কর্মী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), কেরালার বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী, রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মী এবং স্থানীয়রা উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন।

এই পরিস্থিতিতে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক ডেকেছেন। ভূমিধসে হারিয়ে যাওয়া চুরালমালা, মুন্ডাক্কাই, অট্টামালা এবং নুলপুঝা গ্রামের নিখোঁজদের সন্ধান এবং ভিটেমাটি হারানো বাসিন্দাদের পুনর্বাসনের বিষয়ে সর্বদলীয় বৈঠকে আলোচনা হবে বলে বলে জানা গেছে। 

Link copied!