• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জামিন পেলেন ইমরান খান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২২, ০৪:৫২ পিএম
জামিন পেলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পরেই জামিন মঞ্জুর করলেন রাজধানী ইসলামাবাদের এক আদালত।

আল-জাজিরা জানায়, সিনিয়র সিভিল জজ রানা মুজাহিদ রহিম শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

পুলিশ বলছে, ইমরান আদালতের সবশেষ শুনানিতেও অংশ নেননি। এ কারণে আদালতে তার উপস্থিতি নিশ্চিত করতে পরোয়ানা জারি হয়।

ইমরান খানকে আগামী ৭ অক্টোবর আদালে হাজির থাকার আদেশ দিয়েছেন ইসলামাবাদ হাই কোর্ট।

পাকিস্তানের গণমাধ্যম দি ডন জানিয়েছে, ২০ আগস্ট এক জনসমাবেশে বিচারক ও পুলিশ কর্মকর্তাদের নামে মামলার হুমকি ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) জেবা চৌধুরীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ঘটনায় এ পরোয়ানা জারি করা হয়েছিল।

এর আগে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানিয়েছিলেন, এই গ্রেপ্তারি পরোয়ানাটি নিয়মিত এবং জামিনযোগ্য।

ইসলামাবাদ পুলিশের অনুরোধে ইমরানের বিশেষ সহকারী শাহবাজ গিলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ (এডিএসজে) জেবা চৌধুরী। ২০ আগস্টের ভাষণে জেবাকে সতর্ক করে ইমরান বলেছিলেন, “তার উচিত পদক্ষেপের জন্য নিজেকে প্রস্তুত রাখা।”

ইমরানের এ বক্তব্যের পর ম্যাজিস্ট্রেট আলি জাবেদের অভিযোগের প্রেক্ষিতে ইসলামাবাদের মারগালা পুলিশ স্টেশনে এফআইআর দাখিল করা হয়। এফআইআরে বলা হয়, শীর্ষ পুলিশ কর্মকর্তাদের ও একজন নারী অতিরিক্ত দায়রা জজকে হুমকি–ধামকি দিয়েছেন।  

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!