কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হচ্ছে। বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় শুরু হবে ভোটগ্রহণ। তার আগে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় কাটাচ্ছেন দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমালা হ্যারিস।
এদিকে স্থানীয় সময় সোমবার রাতে কমলা হ্যারিস নির্বাচনী প্রচারণায় শেষবারের মতো পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়ায় সমাবেশ করেন। ডেমোক্রেট প্রার্থী শেষ বক্তৃতা শুরু করেন সমর্থকদের ধন্যবাদ জানিয়ে। তিনি বলেন, “আমি পরবর্তী প্রেসিডেন্ট হতে প্রস্তুত। আমাদের প্রচারাভিযান আমেরিকান জনগণের উচ্চাকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা এবং স্বপ্নের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা আশাবাদী এবং আমরা একসঙ্গে যা করতে পারি তা নিয়ে আমরা রোমাঞ্চিত।”
ডেমোক্রেট এই প্রার্থী বলেন, “ভোটারদের এক দশকের রাজনীতির পাতা উল্টানোর সুযোগ আছে, যা ভয় ও বিভাজন দ্বারা চালিত হয়েছে।”
যুক্তরাষ্ট্রের ১৬ কোটিরও বেশি ভোটার নির্ধারণ করবেন কে হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। এরই মধ্যে চূড়ান্ত ভোটের দিনের আগে প্রায় ৮ কোটি মার্কিনী আগাম ভোট দিয়েছেন।
এবারের মার্কিন নির্বাচনে প্রাধান্য পাচ্ছে অভ্যন্তরীণ অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, গর্ভপাত, স্বাস্থ্য ব্যবস্থা ও অভিবাসন এবং বৈশ্বিক ইস্যুতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বিশেষ করে ফিলিস্তিনে ইসরাইল বাহিনীর আগ্রাসন।