• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘ভারতের ওপর বাংলাদেশ কুনজর দিলে হাত-পা ভেঙে দেব’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৪, ০৩:০৪ পিএম
‘ভারতের ওপর বাংলাদেশ কুনজর দিলে হাত-পা ভেঙে দেব’

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন পীরজাদা ত্বহা সিদ্দিকী। এবার এই ইস্যুতে মুখ খুললেন পীরজাদা নাজমুস সায়াদত সিদ্দিকী এবং পীরজাদা সাফেরি সিদ্দিকী। বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত অত্যাচার নিয়ে এবার ভারতের পশ্চিমবঙ্গের ফুরফুরা শরিফের আরও দুই পীরজাদা সরব হলেন।

খবর দ্যা হিন্দুস্তান টাইমসের।

এই নিয়ে টিভি৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে পীরজাদা নাজমুস সায়াদত সিদ্দিকী বলেন, “বাংলাদেশে যা হচ্ছে, সেখানকার কিছু মানুষ যে ভাষা ব্যবহার করছে, হিন্দু ভাই-বোনদের ওপর যেভাবে ‍‍`অত্যাচার‍‍` চালাচ্ছে, তাতে ইসলাম ধর্মের মানুষের মাথা নীচু হয়ে যাচ্ছে।

বাংলাদেশের প্রকৃত মুসলমানদের বলব নিজের রক্ত দিয়ে মন্দির রক্ষা করুন। হিন্দু ভাই-বোনদের রক্ষা করুন। বিশ্বের মানুষের কাছে হাসির খোরাকে পরিণত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ ভারতের ওপর কুনজর দিলে হাত, পা, কোমর ভেঙে দেব।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ একটা ডোবা মাত্র। ভারতের একটা রাজ্য হুঙ্কার দিলে বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে না। বাংলাদেশ হচ্ছে ফাঁকা কলসী, ওরা শুধু আওয়াজ দিতেই জানে।”

অপরদিকে পীরজাদা সাফেরি সিদ্দিকী বলেন, “ভারতীয়দের লাথি মেরে বের করলে, আমার আঙুল চুষব না। আপনারা আমাদের দেশে আক্রমণ করতে এলে বর্ডারে গিয়ে ঢাল হয়ে দাঁড়াব।” তবে তিনি সেদেশের ছাত্র আন্দোলনকে কুর্নিশ জানান।

তার কথায়, “বাংলাদেশের রাজনৈতিক নেতারা যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে, তা মেনে নিতে পারছি না। বর্তমান সরকারের কাছে আমার অনুরোধ, দুই দেশের ভ্রাতৃত্ব যাতে নষ্ট না হয়।” 

Link copied!