আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রেসিডেন্ট পিওতর হফম্যানস্কিকে রাশিয়া তার ওয়ান্টেড তালিকায় অন্তর্ভুক্ত করেছে। সংস্থাটি মার্চে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেপ্তারে পরোয়ানা জারির পর ক্রেমলিন এই পদক্ষেপের কথা জানালো। খবর এনডিটিভির।
সোমবার (২৫ সেপ্টম্বর) রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাটাবেসে একটি নোটিশ বলা হয়, “হফম্যানস্কি পিওতর জোজেফ, পোলিশ। রাশিয়ান ফেডারেশনের ফৌজদারি একটি ধারার অধীনে ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে।”
তবে, মন্ত্রণালয় পিওতর হফম্যানস্কির বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত বিবরণ দেয়নি।
মার্চে হেগ-ভিত্তিক আইসিসি ইউক্রেনীয় শিশুদের বেআইনিভাবে নির্বাসন ও যুদ্ধাপরাধের অভিযোগে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।
একই অভিযোগে আইসিসি রাশিয়ার শিশুদের অধিকার বিষয়ক প্রেসিডেন্ট কমিশনার মারিয়া লভোভা-বেলোভার বিরুদ্ধেও পরোয়ানা জারি করে।
রাশিয়া এর আগে আইসিসির প্রসিকিউটর করিম খান ও বেশ কয়েকজন বিচারকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
রাশিয়া আইসিসির সদস্য দেশ নয়। তারা জোর দিয়ে বলছে, প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে ওয়ারেন্ট ‘অকার্যকর’।