ইরান যদি তার পরমাণু কর্মসূচি প্রশ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না পৌঁছে তবে দেশটির ওপর বোমা হামলা এবং বাণিজ্যিক অবরোধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা এনবিসি নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব ইরান গত সপ্তাহে প্রত্যাখ্যান করার প্রেক্ষাপটে ট্রাম্প এমন হুমকি দিয়েছেন।
তিনি এনবিসি নিউজকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানি কর্মকর্তারা কথা বলছেন। তবে বিস্তারিত কিছু বলেননি।
ট্রাম্প এক টেলিফোন সাক্ষাৎকারে বলেন, “তারা যদি চুক্তি না করে, তবে বোমা হামলা হবে। আমি এমন বোমা মারব, যা তারা আগে কখনো দেখেনি।”
তিনি আরও বলেন, “তারা যদি কোনো চুক্তি না করে, তবে এমন এমন হতে পারে যে চার বছর আগে যে বাণিজ্যিক অবরোধ আরোপ করেছিলাম, তেমনটি আবার করব।”
ট্রাম্প সম্প্রতি ওমানের মাধ্যমে একটি চিঠিতে নতুন পরমাণু চুক্তি করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার (২৭ মর্চ) বলেন, “তারা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ এবং সামরিক হুমকির মুখে মার্কিনিদের সঙ্গে সরাসরি আলোচনা করবে না।”
এছাড়া ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রোববার (৩১ মার্চ) আবারো বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা প্রত্যাখ্যান করছেন। তিনি বলেন, ইরান অবশ্য সবসময় পরোক্ষ আলোচনায় জড়িত থাকতে চায়। এরপর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও পরোক্ষ আলোচনা অব্যাহত রাখার কথা বলেছেন।
এনবিসি সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, রাশিয়া ও ইরান থেকে তেল কেনার ওপরও অবরোধ আরোপ করা হবে।
ট্রাম্পের প্রথম মেয়াদে (২০১৭-২০২১) যুক্তরাষ্ট্র ২০১৫ সালের ইরান-পাশ্চাত্য পরমাণু চুক্তি থেকে বের হয়ে যায়।